1482869931

দেশ প্রতিক্ষণ, ঢাকা : সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছর শেষে ৫২ হাজার ৩২৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত জুন মাসেই বিক্রি হয়েছে ৫ হাজার ৬৫৮ কোটি টাকার সঞ্চয়পত্র। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙেছে। গত (২০১৬-১৭) অর্থবছরের মে শেষে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ এসেছিল ৪৬ হাজার ৬৬৯ কোটি টাকা। যেখানে এর আগের অর্থবছরের পুরো সময়ে নিট বিনিয়োগ এসেছিল ৩৩ হাজার ৬৮৯ কোটি টাকা।

প্রসঙ্গত, সুদ কমানোর ঘোষণায় বেড়েই চলছে সঞ্চয়পত্র বিক্রি। ২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে ১৯ হাজার ৬১০ কোটি টাকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। পরে সংশোধিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ৪৫ হাজার কোটি টাকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সংশোধিত লক্ষ্যমাত্রাও গত মে মাসেই ছাড়িয়ে গেছে।