rahima food

দেশ প্রতিক্ষণ, ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ দেড়শ কোটির বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ব্লক মার্কেটে ১২ কোম্পানির ১৬৬ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে রহিমা ফুড ও সোস্যাল ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় লেনদেন হয়েছে। কোম্পানি দুটির আজ যথাক্রমে ৭০ কোটি ও ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, ব্লক মার্কেটে আজ ১২ কোম্পানির মোট ৩ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৬৬ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। ব্লক মার্কেটে রহিমা ফুড ও সোস্যাল ইসলামী ব্যাংক ছাড়াও অন্যান্য কোম্পানির মধ্যে বাটা সুর ৩৭ লাখ ৩৫ হাজার টাকা,

বিকণ ফার্মার ২৫ লাখ ৬৮ হাজার টাকা, বার্জার পেইন্টসের ৮২ লাখ ৮৭ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ৪০ কোটি ৯৩ লাখ টাকা, সিএনএ টেক্সটাইলের ২৩ লাখ ৬০ হাজার টাকা, এমারাল্ড অয়েলের ৭ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণফোনের ৪৪ লাখ ১৯ হাজার টাকা, কেয়াা কসমেটিকসের ৫৩ লাখ ৫৬৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৮ লাখ ৯৯ হাজার টাকা এবং তাকাফুল ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ৬৮ হাজার টাকা।