fuel_38010_1485633150

দেশ প্রতিক্ষণ, ঢাকা : যুক্তরাষ্ট্রের শেল তেল উৎপাদন বাড়ার ফলে আগামী বছর জ্বালানি তেলের দাম ৪৫-৫৫ ডলারের মধ্যে থাকবে। ব্রিটিশ জ্বালানি কম্পানির (বিপি) প্রধান অর্থ কর্মকর্তা ব্রিয়ান গিলভারি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, বৈশ্বিক চাহিদা কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। এর পরও তেলের বর্তমান দরই আগামীতে একটু বাড়বে-কমবে। বছরের দ্বিতীয়ভাগে তেলের চাহিদা বাড়বে দৈনিক ১.৪ থেকে ১.৫ মিলিয়ন ব্যারেল।

ব্রিয়ান গিলভারি জানান, বছরের প্রথমভাগে ব্রেন্ট অশোধিত তেলের দাম ছিল গড়ে ৫১.৭১ ডলার। বর্তমানে ব্যারেলপ্রতি দাম ৫৩ ডলারের নিচে।

২০১৬ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা ছিল দৈনিক প্রায় ৯৫ মিলিয়ন ব্যারেল। বিপি মনে করে, যুক্তরাষ্ট্রের শেল উৎপাদন বাড়ায় তেলের দাম বাড়ার সুযোগ নেই। ফলে ব্রেন্ট তেলের বর্তমান দামই ২০১৮ সালে অপরিবর্তিত থাকবে।