download

দেশ প্রতিক্ষণ, ঢাকা : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) টানা দ্বিতীয় দিনের মত টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮৮ শতাংশ।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৭৮৭ বারে কোম্পানির ২ লাখ ৮২ হাজার ৫০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা বা ৬ দশমিক ৭৮ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৫৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২১৪ বারে ১ লাখ ৫৩ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা।

লুজারের তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্ট্রেরিজের শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ২৪ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০ বারে ৬৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড,সমতা লেদার শ্যামপুর সুগার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইমাম বাটন ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।