base_1493708406-divident-d

দেশ প্রতিক্ষণ, ঢাকা : বেমেয়াদী সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন’১৭ তারিখে সমাপ্ত বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে এই ফান্ডে। এর আগের বছর থেকে যা ১০ দশমিক ২৫ শতাংশ বেশি।

৩০ জুন, ২০১৬ শেষ হওয়া বছরে ফান্ডটি ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে এ মিউচুয়াল ফান্ডে ইউনিট প্রতি আয় (Earning per unit-EPU) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। ৩০ জুন তারিখে প্রতি ইউনিটের সম্পদ মূল্য দাঁড়ায় ১২ টাকা ৮ পয়সা। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ২৯ পয়সা।

সন্ধানী লাইফ ইউনিট ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।