dseমো. সাজিদ খান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

লেনদেনের শুরুর প্রথম ২ মিনিট সূচক বাড়ার পর একটানা কমতে থাকে। যা ১১টা পর্যন্ত অব্যহত থাকে। এরপর আবারও সুচক একটানা বাড়তে থাকে। ১৫ মিনিট পর আবারও অব্যহতভাবে সূচক কমতে থাকে। এভাবে অস্বাভাবিক হারে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। যে কারণে দিনশেষে সূচক ও লেনদেন কমে যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯৭.৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৯.৩৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৯.৬৫ পয়েন্টে। আগের কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯১৩.৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৯.১১পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৫.০৭ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৪ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৬০০টি শেয়ার এক লাখ ৪২ হাজার ২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৪৪ কোটি ৭৫ লাখ ১০ হাজার ৪৬০.৯০ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে মোট ৪৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ১০৮টি শেয়ার এক লাখ ৫৪ হাজার ৩২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৮৭ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ২২১.১০ টাকা।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আগের কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৬ হাজার ৩৬১ কোটি ৪৪ লাখ ৭ হাজার ৯৭২.৪২ টাকা। আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ৫৭৬.২১ টাকা।

অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩০২.৬০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৫.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১০৫৭.২৪ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ২.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৩৪.২৩ পয়েন্টে। সিএসই-৫০ ৬.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৭.০১ পয়েন্টে।

এছাড়া সিএসসিআই ০.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৭.০৮ পয়েন্টে।  আগের কার্যদিবসে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৪৭.৮৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৭.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০৮২.৮০ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ৩৫.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৯৩১.৫৯ পয়েন্টে। সিএসই-৫০ ৩.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৩.০৯ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ৩.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৭.২৮ পয়েন্টে।

সিএসইতে ২ কোটি ১৬ লাখ ৫০৬টি শেয়ার ১৬ হাজার ৫০২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৫ কোটি ২৪ লাখ ১৬ হাজার ১০.২০ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে ২ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ৭৬টি শেয়ার ১৯ হাজার ৭১১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৯৯.৯০ টাকা।

সিএসইতে মোট লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১০২টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ২১২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৭২.৮০ টাকা। আগের কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৫৪৫ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৯০১ টাকা।