Block-Market-ব্লক-মার্কেট-sharebazarnews-520x360দেশ প্রতিক্ষণ, ঢাকা: ব্লক মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১১ কোম্পানির ৩৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, বিএসসিসিএল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ইফাদ অটোস, যমুনা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ডিএসইতে এসব কোম্পানির মোট এক কোটি ৬৪ লাখ ১০ হাজার ৮০৩টি শেয়ার ১৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৬ কোটি ৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে- ব্যাংক এশিয়ার ৫ লাখ ৬০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২৯ লাখ ৬১ হাজার টাকা, বিএসসিসিএলের ৬ লাখ ৪৯ হাজার টাকা, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৩৮ লাখ ৪০ হাজার টাকা, ইফাদ অটোসের ৬৭ লাখ ৫৩ হাজার টাকা,

যমুনা ব্যাংকের ১৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ৭৯ লাখ ৪৬ হাজার টাকা, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৩ লাখ ১৫ হাজার টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭২ লাখ ৯০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।