shajahibazarদেশ প্রতিক্ষণ, ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে দেওয়া নতুন বিদ্যুৎকেন্দ্রের অনুমোদনপত্র পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড। গত ১০ আগস্ট প্রতিষ্ঠানটিকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.২৫৯৩ টাকা।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে প্রত্যাশিত আয় বাড়বে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের। এর আগে গত ৯ আগস্ট বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে চুক্তি সম্পাদনের অনুমোদন ও ট্যারিফ মূল্য চ‚ড়ান্ত করা হয়।