BANK-LAGO-324x160দেশ প্রতিক্ষণ,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। এ খাতের ২৯টি কোম্পানির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তালিকাভুক্ত ২৯টি ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে এনএভি বেড়েছে ২৬টির। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ৩টি ব্যাংকের। এই তিনটি ব্যাংক হলো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংকিং খাতের এ অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ হলে বদলে যেতে পারে সার্বিক বাজার চিত্র। এর ফলে উল্লেখযোগ্য হারে সূচক ও লেনদেন বাড়লে স্থিতিশীল হতে পারে বাজার। এতে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। কিন্ত বাস্তবে এ খাতে সেভাবে বিনিয়োগ না হওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছেনা।

এবি ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৬.৫৫ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ৩৬.৩৬ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.১৯ টাকা।

আল আরাফাহ ইসলামী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮.৯২ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৯.৮১ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১.১১ টাকা।

ব্রাক ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৭.৮৬ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৬.১৫ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১.৭১ টাকা।

সিটি ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩২.৮৬ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৭.৯৮ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৪.৮৮ টাকা।

ঢাকা ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০.৫২ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৯.৫০ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১.০২ টাকা।

ডাচ বাংলা ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯২.১৪ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ৮৫.৩৮ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৬.৭৬ টাকা।

ইস্টার্ণ ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৮.৬৪ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৬.৭৩ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১.৯১ টাকা।

এক্সিম ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯.১৮ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৮.২৫ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৯৩ টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬.৭০ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৪.৮২ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১.৮৮ টাকা।

আইএফআইসি ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৬.৩৩ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৬.০৮ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.২৫ টাকা।

ইসলামী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩১.১৫টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ৩০.৩৪ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৮১ টাকা।

যমুনা ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৬.২৩ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৪.১১ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২.১২ টাকা।

স্ট্যান্ডার্ড ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৫.৮৩ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৪.৮৯ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৯৪ টাকা।

মার্কেন্টাইল ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১.১৮ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২১.০১ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.১৭ টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২.৫৫ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২২.১৫ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৪০ টাকা।

এনসিসি ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯.৫৬ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৬.৯৭ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩.৫৯ টাকা।

ওয়ান ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৭.২৩ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৫২ টাকা।

প্রিমিয়ার ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮.৩৯ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৫.৭১ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২.৬৮ টাকা।

রূপালী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৭.৯১। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ৪২.৮৭ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৫.০৪ টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯.০৭ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৬.৫৬ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২.৫১ টাকা।

সোশ্যাল ইসলামী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭.৬২ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৬.৮৫ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৭৭ টাকা।

ট্রাস্ট ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২১.৩৬ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৮.৯৭ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ২.৩৯ টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৪.১৪ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৩.৪৬ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৬৮ টাকা।

উত্তরা ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৩.৬০ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ৩২.৮৫ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ০.৭৫ টাকা।

সাউথইস্ট ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৮.১১ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৮.৭৩ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ০.৬২ টাকা।

ন্যাশনাল ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৮.৬১ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ১৯.১১ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ০.৫০ টাকা।

পূবালী ব্যাংক : চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন) সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৬.৫১ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমান ছিল ২৭.১২ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ০.৬১ টাকা।