textile lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ কমেছে। বস্ত্রখাতের কোম্পানিগুলোর ১ বছরের বিনিয়োগের পরিমাণ পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া গেছে। তালিকাভুক্তি ৪৮ টি কোম্পানির মধ্যে ৪৭ টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে।

এর মধ্যে ৩০ জুন’ ২০১৬ থেকে ২৯ জুন’ ২০১৬ এই মেয়াদে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২৪ টি কোম্পানিতে। আর বেড়েছে ২১ টি কোম্পানিতে। ২টি কোম্পানিতে বিনিয়োগ আগের অবস্থানেই রয়েছে। উল্লেখ্য ফ্যামেলিটেক্স (বিডি) লিমিটেড এ কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই।

সাধারণ বিনিয়োগকারীরা অধিকাংশ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং বিদেশী বিনিয়োগের পরিমাণ দেখে কোম্পানিগুলোয় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাঁরা আরো মনে করেন সচেতন বিনিয়োগকারীরাই বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে প্রধান প্রভাবকের ভূমিকা রাখেন।

বিনিয়োগ বেড়েছে যে সকল প্রতিষ্ঠানে :

আলহাজ্ব টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৪.৪৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১৫.১৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

সিএমসি কামাল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩.৬০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২০.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

ঢাকা ডাইং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৯.৩৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ২২.২৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

ড্রাগন সোয়েটার অ্যাÐ স্পিনিং মিলস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৩.৪৫ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৬.৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

দুলামিয়া কটন : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৪০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৩.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

এনভয় টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৬.৬০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.২৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৩৮.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

ফারইস্ট নিটিং অ্যাÐ ডাইং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১০.৬৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১১.৮৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

ম্যাকসন্স স্পিনিং মিলস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৮.৪৮ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

মালেক স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৪.৪৮ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৭.৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

মতিন স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৫১.৪৩ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ৫১.৭৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
মেট্রো স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৩.০০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

মোজাফফর হোসেন স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৬.৮১ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১১.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

মিথুন নিটিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৯.৩৬ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১০.১৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

প্রাইম টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫.৫৩ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ২৮.৩৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১২.৪৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৫.৫৬ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ৮.০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২.৪৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

রহিম টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১.৬০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১.৬৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

রিজেন্ট টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৭.৫৫ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১২.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

আর এন স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৩.৯৮ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৪৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

স্কয়ার টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৭.৪০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ১৮.৯৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৫৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

তশরিফা ইÐাজট্রিজ: ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৬.৮৮ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ২৩.১৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৬.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

জাহিন টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩১.৫৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ এ তা বেড়ে দাঁড়িয়েছে ২৪.৮৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৬.৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগ কমেছে যে সকল প্রতিষ্ঠানে:

অলটেক্স ইন্ডাজট্রিজ : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৯.৩৭ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৪.১০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৫.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

আর্নলিমা ইয়ার্ন : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৯.৭২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৭.৪৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

এপেক্স স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৩.৫৩ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ২২.০৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

আর্গন ডেনিম : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৩.৬৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৮.০১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৫.৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সি অ্যাÐ এ টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫.০৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৪.৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

ডেল্টা স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫.০০ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৪.০০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.০০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

দেশ গার্মেন্টস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১১.৬৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৬.৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৫.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

এভিন্স টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২০.১২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১২.৮৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৭.২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

জেনারেশন নেক্সট : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৬.৯৫ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ২৪.০৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২.৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

হামিদ ফ্যাব্রিক্স : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৯.৯৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৯.১৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

এইচ আর টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৪.৭২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১১.৮০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ২.৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

হা-ওয়েল টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৭.১৫ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৬.৯৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

মডার্ণ ডাইং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৫.১৭ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৫.১১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

নূরানী ডাইং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৫.৮৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ২২.৪৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৩.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

প্যাসেফিক ডেনিমস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩৩.১২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৯.২৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১৩.৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সায়হাম কটন : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৮.৬৫ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ২৫.০৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৩.৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সায়হাম টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩৮.২৭ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৩৬.৪৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সাশা ডেনিমস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৬.১৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৫.৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৫৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

শেফার্ড ইন্ডাজট্রিজ : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৯.৯৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৩.৮২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৬.১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সিমটেক্স ইন্ডাজট্রিজ : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৮.৪৪ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৭.০৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১.৩৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

স্টাইলক্রাফট : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ২৩.৩৭ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ৬.৬৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ১৬.৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

তাল্লু স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৬.৯২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১৬.৫৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

তুং-হাই নিটিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১০.৯২ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ১০.৭৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ০.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

জাহিন স্পিনিং : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩১.৫৯ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’, এ তা কমে দাঁড়িয়েছে ২৪.৮৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে ৬.৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে।

বিনিয়োগ স্থিতিশীল রয়েছে যে সকল প্রতিষ্ঠানে:

সাফকো স্পিনিং মিলস : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১.৩৮ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ তারিখেও এর পরিমাণ একই ছিলো। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে কোন পরিবর্তন আসেনি।

সোনারগাঁও টেক্সটাইল : ২০১৬ সালের ৩০ জুন’ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৩.৬৬ শতাংশ। ২০১৭ সালের ২৯ জুন’ তারিখেও এর পরিমাণ একই ছিলো। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে কোন পরিবর্তন আসেনি।