oimex.dseদেশ প্রতিক্ষণ, ঢাকা: ওইমেক্স ও পরবর্তী সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস-২০১৫-এর সর্বশেষ সংশোধনী ইস্যু হয় গত ৬ জুলাই। এর আওতায় স্থির মূল্য পদ্ধতির প্রথম আইপিও নিয়ে আসছে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।

ইএসএস সম্পর্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের স্পষ্ট ধারণা দিতে গতকাল ডিএসইর ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে এর খুঁটিনাটি নানা দিক তুলে ধরা হয়। ২৮ আগস্ট পর্যন্ত প্রতি কার্যদিবসে এ কর্মশালা চলবে। ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ও আইসিটি বিভাগ যৌথভাবে তা পরিচালনা করছে।

ডিএসই কর্মকর্তারা জানিয়েছেন, ওইমেক্স ও পরবর্তী আইপিওগুলোতে ডিএসইর নির্দিষ্ট করা ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে ইএএস সিস্টেমের মাধ্যমে শেয়ার ক্রয়ের আবেদন করতে হবে আইন নির্ধারিত সব যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে। এছাড়া আগে একেকটি ইআই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত কেনার আবেদন করতে পারলেও বর্তমানে তা ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অবশ্য ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা তাদের জন্য বরাদ্দকৃত শেয়ার কেনার আবেদন বিদ্যমান নিয়মে ব্রোকারেজ হাউজের মাধ্যমেই করতে পারবেন।

প্রথম দিনের কর্মশালায় গতকাল আইপিওর আবেদন গ্রহণের নতুন এ পদ্ধতির তাত্ত্বিক দিকগুলো বর্ণনা করেন ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপক মো. জলিলুর রহমান, ব্যবস্থাপক অনন্ত কুমার সরকার। ব্যবহারিক দিকগুলোর সচিত্র বর্ণনা দেন স্টক এক্সচেঞ্জটির আইসিটি বিভাগের ব্যবস্থাপক আব্দুল কাদের খন্দকার।

অনুষ্ঠান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ডিএসইর ট্রেনিং একাডেমির ইনচার্জ উপমহাব্যবস্থাপক হোসনে আরা পারভিন, আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইমাম হোসেন, মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আইসিটি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম।