dse-up-dowenদেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১০ সেপ্টেম্বর বাজার মূলধনের শীর্ষে ১০ হেভিওয়েট কোম্পানি উঠে এসেছে। এসব কোম্পানি এখন বিনিয়োগকারীদের চমক দেখাচ্ছে। তবে বিনিয়োগকারীদের মাঝে প্রশ্ন এর নেপথ্যে কারা। বাজার কি হঠাৎ সিন্ডিকেট চক্রের হাতে চলে গেছে। নাকি স্বাভাবিক গতিতে চলছে।

এসব কোম্পানির শেয়ার দর উঠা-নামার সাথে ডিএসই’র মূল্যসূচকেরও উঠানামা হয়। কোম্পানিগুলো : গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, আইসিবি, লাফার্জ সুরমা, ব্রাক ব্যাক, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ এবং ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির শেয়ার দর ও শেয়ার সংখ্যার গুনফলই ঐ কোম্পানির বাজার মূলধন। দৈনন্দিন শেয়ার দরের উঠানামার সঙ্গে বাজার মূলধনেরও পরিবর্তন হয়। আজকে শীর্ষে থাকা গ্রামীন ফোনের বাজার মূলধনের পরিমাণ ৫৭ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৪২৮.২০ টাকায় লেনদেন হয়।

দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার বাজার মূলধনের পরিমাণ ২০ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৯৮.৭০ টাকায় লেনদেন হয়। তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্যাটবিসির বাজার মূলধনের পরিমাণ ১৭ কোটি ৮৯ লাখ ২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৯৮১.৭০ টাকায় লেনদেন হয়।

চতুর্থ অবস্থানে থাকা আইসিবির বাজার মূলধনের পরিমাণ ১১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১৭৯.৭০ টাকায় লেনদেন হয়। পঞ্চম অবস্থানে থাকা লাফার্জ সুরমার বাজার মূলধনের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৬৫ টাকায় লেনদেন হয়।

তালিকার ৬ষ্ঠ অবস্থানে থাকা ব্রাক ব্যাংকের বাজার মূলধনের পরিমাণ ৭ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৮৫.২০ টাকায় লেনদেন হয়। সপ্তম অবস্থানে থাকা রেনেটার বাজার মূলধনের পরিমাণ ৬ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১১৪২.৯০ টাকায় লেনদেন হয়।

তালিকার অষ্টম অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের বাজার মূলধনের পরিমাণ ৬ কোটি ২৩ লাখ ১৮ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১৭১.৭০ টাকায় লেনদেন হয়।

নবম স্থানে থাকা অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের বাজার মূলধনের পরিমাণ ৫ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৮৩.৫০ টাকায় লেনদেন হয়। তালিকার দশম স্থানে থাকা ইসলামি ব্যাংকের বাজার মূলধনের পরিমাণ ৫ কোটি ৫৭ লাখ ৬ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৩৪.৬০ টাকায় লেনদেন হয়।