dse lago deshprotikhonদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে বাজার মূলধনের শীর্ষে ১০ কোম্পানি উঠে এসেছে। কোম্পানিগুলো: গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, আইসিবি, লাফার্জ সুরমা, ব্রাক ব্যাক, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির শেয়ার দর ও শেয়ার সংখ্যার গুনফলই ঐ কোম্পানির বাজার মূলধন। দৈনন্দিন শেয়ার দরের উঠানামার সঙ্গে বাজার মূলধনেরও পরিবর্তন হয়। আজকে শীর্ষে থাকা গ্রামীন ফোনের বাজার মূলধনের পরিমাণ ৫৫ কোটি ১৪ লাখ ৬৩ হাজার টাকা।

কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৪০৮.৪০ টাকায় লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার বাজার মূলধনের পরিমাণ ২১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৩০৮.৮০ টাকায় লেনদেন হয়। তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্যাটবিসির বাজার মূলধনের পরিমাণ ১৭ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৯৯৯.৬০ টাকায় লেনদেন হয়।

চতুর্থ অবস্থানে থাকা আইসিবির বাজার মূলধনের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১৮৪.১০ টাকায় লেনদেন হয়। পঞ্চম অবস্থানে থাকা লাফার্জ সুরমার বাজার মূলধনের পরিমাণ ৭ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৬৫.৪০ টাকায় লেনদেন হয়।

তালিকার ৬ষ্ঠ অবস্থানে থাকা ব্রাক ব্যাংকের বাজার মূলধনের পরিমাণ ৭ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৮৫.৭০ টাকায় লেনদেন হয়। সপ্তম অবস্থানে থাকা রেনেটার বাজার মূলধনের পরিমাণ ৭ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১১৭০ টাকায় লেনদেন হয়।

তালিকার অষ্টম অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের বাজার মূলধনের পরিমাণ ৬ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১৭৪.২০ টাকায় লেনদেন হয়। নবম স্থানে থাকা ইসলামী ব্যাংকের বাজার মূলধনের পরিমাণ ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার টাকা।

কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৩৫.৪০ টাকায় লেনদেন হয়। তালিকার দশম স্থানে থাকা অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের বাজার মূলধনের পরিমাণ ৫ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ২৭৪.২০ টাকায় লেনদেন হয়।