bo accountদেশ প্রতিক্ষণ, ঢাকা: সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে সুবাতাস বইতে শুরু করেছে। আর এ সময়ে পুঁজিবাজারে বিনিয়োগের দিকে ঝুঁকছেন নতুন নতুন বিনিয়োগকারীরাও। যার কারণে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে প্রায় ১৮ হাজার। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি মাসের শেষ দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৬ লাখ ৮৪ হাজার ৫৯৪টিতে। যা আগের মাসের অর্থাৎ আগস্টের শেষ দিন ছিলো ২৬ লাখ ৬৬ হাজার ৭২১টিতে। অর্থাৎ এক মাসে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৭ হাজার ৮৭৩টিতে।

জানা যায়, ২৬ লাখ ৮৪ হাজার ৫৯৪টির বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৫৬৯টিতে। যা আগের মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৪৮ হাজার ২৬৩টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৩০৬টি।

সেপ্টেম্বরে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৪ হাজার ৪৫১টি বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ১১হাজার ৫৪৬টিতে। আগস্টে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিলো ৭ লাখ ৭ হাজার ৯৫টি।

আর শেষ একমাসে কোম্পানি অ্যাকাউন্ট ১১৬টি বেড়ে দাড়িয়েছে ১১ হাজার ৪৭৯টিতে। আগস্টে কোম্পানি অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১১ হাজার ৩৬৩টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৫ হাজার ৮৯১টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাড়িয়েছে ২৫ লাখ ২০ হাজার ৫৪৬টিতে। আগের মাসে এ সংখ্যা ছিলো ২৫ লাখ ৪ হাজার ৬৫৫টিতে।

আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ১ হাজার ৮৬৬টি বিও অ্যাকাউন্ট করেছে শেষ এক মাসে। সেপ্টেম্বরে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৬৯টিতে। যা আগের ছিলো ১ লাখ ৫০ হাজার ৭০৩টিতে।