padma setuমুন্সীগঞ্জ: পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নং পিলারের উপর বসেছে ‘সুপার স্ট্রাকচার’। ভাসমান ক্রেন দিয়ে স্থাপন করা হয়েছে স্প্যান। যার মাধ্যমে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয় স্প্যান বসানোর কাজ। ক্রেন দিয়ে পিলারের উচ্চতায় এনে বসানো হয় স্প্যানটিকে।

এর আগে গত দুইদিন পিলারের উপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং সম্পন্ন করা হয়। সম্পূর্ণরুপে সুপার স্ট্রাকচারটি বসাতে আরো সময় লাগবে।

এদিকে স্প্যান বসানোর কাজ পরিদর্শনে জাজিরা প্রান্তে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যাওয়ার শিডিউল রয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের পাবলিক রিলেশন অফিসার শেখ ওয়ালিদ। স্প্যান স্থাপন এলাকা ঘুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, দেশি-বিদেশি কর্মরত প্রকৌশলীরাও খুবই আনন্দিত, তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার কারলে পদ্মা সেতু দ্রুতই দৃশ্যমান হয়েছে।