Beximco20161031145641দেশ প্রতিক্ষণ, ঢাকা: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ওষুধ রফতানি শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি:। কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, কার্ডিওভাসকুলার ড্রাগ বেটাপেসের জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রোক্লোরাইড রফতানি শুরু করেছে তারা। তারা জানায়, যুক্তরাষ্ট্রে ড্রাগসটির বাজার ২৩ মিলিয়ন ডলার। কোম্পানিটি প্রথম চালান পাঠিয়েছে গত ২৯ অক্টোবর।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় ওষুধ রফতানির মাধ্যমে বেক্সিমকো তার ব্যবসা আরো প্রসারিত করল। ২০১৬ সালে দেশটিতে প্রথম ওষুধ রফতানি শুরুর মাধ্যমে বাংলাদেশী কোম্পানি হিসেবে আমরা প্রথম নাম লিখিয়েছি।

এর আগে ২০১৬ সালে প্রথম বাংলাদেশী কোম্পানি হিসেবে কার্ভোডিলল নামে একটি ওষুধ রফতানি শুরু করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।