DSE investorদেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় নভেম্বরে রেকর্ড সূচক অতিক্রম করেছে । পাশাপাশি লেনদেনও হাজার কোটি টাকা অতিক্রম করছে।যার কারণে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় অক্টোবরে নতুন করে ১৪ হাজার বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচক ও লেনদেনের উত্থান পতনে বাজার থেকে পর্যাপ্ত রিটার্ন সংগ্রহ করছে স্মার্ট বিনিয়োগকারীরা। যার ধারাবাহিকতায় পুঁজিবাজারমুখী হচ্ছে নতুন নতুন বিনিয়োগকারীরা।

জানা গেছে, নভেম্বরের শেষ দিন অর্থাৎ ৩০ নভেম্বর সিডিবিএলে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার ৩০৪টিতে। যা আগের মাসের অর্থাৎ অক্টোবরের শেষ দিন ছিলো ২৬ লাখ ৯৬ হাজার ১৩৮টিতে। অর্থাৎ এক মাসে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ১৬৬টি।

জানা যায়, ২৬ লাখ ৯৬ হাজার ১৩৮টির বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৪৪১টিতে। যা অক্টোবর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৮০২টি।

অক্টোবরে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৪ হাজার ১৪৭টি বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ১৭৭টিতে। অক্টোবরে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিলো ৭ লাখ ১৪ হাজার ৩টি।
আর শেষ একমাসে কোম্পানি অ্যাকাউন্ট ৮৯টি বেড়ে দাড়িয়েছে ১১ হাজার ৬৮৬টিতে। অক্টোবরে কোম্পানি অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১১ হাজার ৫৯৭টিতে।

এ সময়ে দেশে অবস্থানকারীরা ১২ হাজার ৮৯১টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাড়িয়েছে ২৫ লাখ ৪৪ হাজার ৬৪টিতে। অক্টোবর মাসে এ সংখ্যা ছিলো ২৫ লাখ ৩১ হাজার ১৭৩টিতে।
আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ১ হাজার ৮৫টি বিও অ্যাকাউন্ট করেছে শেষ এক মাসে। নভেম্বরে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫৫৪টিতে। যা অক্টোবরে ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৬৯টিতে।