Rabiদেশ প্রতিক্ষণ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে টিউশনির পাইয়ে দেওয়ার নামে ১৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ফেইসবুকে এ প্রতারণার ঘটনা ঘটে।

ভূক্তভোগী শিক্ষার্থী মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানতে চাইলে তিনি বলেন, ‘দুরন্ত টিউশন নামে একটি ফেইসবুক গ্রæপ থেকে টিউশন পাইয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন পোস্ট করা হত।

রোববার সকালে ওই গ্রæপে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ‘জীবন’ নামে একজন টিউশনি দেওয়ার কথা জানায়।’
সূত্রে জানা যায়, ‘তবে শর্ত দেয়, তাদের ‘মিডিয়া ফি’ আগে পরিশোধ করতে হবে। তবেই টিউশন নিশ্চিত হবে। তাদের অফিসে গিয়ে বা বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে । নওহাঁটা ও মোল্লা পাড়া এলাকায় তাদের আলাদা দুটো অফিস আছে বলে জানানো হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সোহেল রানা নামে শিক্ষার্থী আমাকে লিখিত অভিযোগ করে বিষয়টি জানিয়েছেন। আমি মতিহার থানায় অভিযোগপত্রটি পাঠিয়ে দিবো। তারা অভিযুক্তকে ধরার উপযুক্ত ব্যবস্থা নিবে।#