TALLU-SPINNING-220151129061906দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে তাল্লু স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২৯ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.৩৭ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২.৮১ টাকা।

যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২০ টাকা, এনওসিএফপিএস ছিল ০.২৮ টাকা এবং ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ১৩.১০ টাকা। সে হিসেবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০৯ টাকা।