summit-powerদেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডে ব্যবসা বাড়াতে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে পরিবর্তন আনল।

এর মাধ্যমে কোম্পানিটি এখন দেশিও প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আজ বুধবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ১৬ তম অতিরিক্ত সাধারন সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সামিট পাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, ব্যবস্থাপনা পরিচালক লেঃ জেঃ (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল ওয়াদুদ, পরিচালক মো. ফরিদ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, আরিফ আল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ, সৈয়দ ফজলুল হক, কোম্পানি সচিব স্বপন কুমার পাল প্রমুখ।

সভায় জানানো হয়, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে পরিবর্তনের ফলে সামিট পাওয়ার এখন থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

বর্তমানে সামিট গ্রুপ মোট ১ হাজার ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। এছাড়া সম্প্রতি সামিট পাওয়ার গাজীপুরের কড্ডায় মোট ৪৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে যা ২০১৮ সালের শুরুর দিকে সম্পন্ন হবে।