bmbaদেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসোসিয়েশনের (বিএমবিএ) ২০১৮-১৯ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। আজ রাজধানীর এক হোটেলে সংগঠনটির কার্যনির্বাহি সদস্যদের মধ্যে থেকে তাদেরকে নির্বাচিত করা হয়।

গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মোহাম্মদ আহসান উল্লাহ সিনিয়র সহ-সভাপতি এবং গ্রীণডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো: রফিকুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন সংগঠনের ট্রেজারার নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় ১১জন কার্যনির্বাহি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন – এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও তওহিদ আহমেদ চৌধুরী, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মুহাম্মদ হাফিজ উদ্দিন, আইআইডিএফসির সিইও মুহাম্মদ সালেহ আহমেদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মো. সোহেল রহমান এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সিইও মো. আবু বকর। নতুন এই কমিটি১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্য গত ১৫ নভেম্বর মনোনয়পত্র বিতরণ শুরু হয়। আর এই মনোনয়ন পত্র দাখিলের জন্য ২২ নভেম্বর সর্বশেষ সময় ছিল। ওই সময়ে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে আবেদন করে। তবে পরবর্তীতে জিএসপি ইনভেস্টমেন্টের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ কামরুজ্জামান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যাতে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১১ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

২৩ ডিসেম্বর সংগঠনটির ভোটের মাধ্যমে কার্যনির্বাহি কমিটির সদস্য নির্বাচনের জন্য পূর্ব নির্ধারিত ছিল। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার জন্য সময় নির্ধারন করা হয়েছিল। তবে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

উল্লেখ্য ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে ছিলেন বিএমবিএ’র সাবেক সভাপতি মুহাম্মদ এ হাফিজ। বাকি ২ সদস্য হিসেবে ছিলেন-আইডিএলসি ইনভেষ্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান ও ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: সালাউদ্দিন সিকদার।

এদিকে আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ড. এম মোশাররফ হোসেন। আর সদস্য হিসেবে ছিলেন বেটাওয়ান ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালকমোহাম্মদ আতিকুজ্জামান ও আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের সিইও নূর আহমেদ।