Alif-Industriesদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ব্যবসা বাড়াতে নতুন দুইটি ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলিফ ইন্ডাস্ট্রিজ নিজস্ব নামে ৫০ হাজার স্পিনডিল ক্ষমতা সম্পন্ন স্পিনিং মিল স্থাপন করবে। এছাড়া কোম্পানি নিজ নামে ২৫টি প্রডাকশন লাইন স্থাপন করবে ওভেন ডেনিম উৎপাদনের জন্য।

সূত্র জানায়, নতুন দুই ইউনিটের জন্য কোম্পানির ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। মূলধন বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি নতুন ইউনিটর জন্য অর্থায়ন করবে। এজন্য কোম্পানিটি অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে মূলধন বাড়াতে পারবে। উল্লেখ্য, আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৪ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মার্চ।