dseদেশ প্রতিক্ষণ, ঢাকা: একদিকে তারল্য সংকট, অন্যদিকে কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই। বাজার স্থিতিশীল না হওয়ার কারণে নতুন করে কেউ বিনিয়োগ করা সাহস পাচ্ছে না। এতে করে কোনভাবেই ভারসাম্য ধরে রাখতে পারছে না পুঁজিবাজার। পাশাপাশি বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারে বিনিয়োগ অনুকূল পরিবেশ থাকলেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না।

ফলে শেয়ারের দর টানা কমছে, পুঁজি হারিয়ে নি:স্ব হতে চলছে বিনিয়োগকারীরা। এছাড়া কিছু কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছেন। ফলে শেয়ারদর বিপর্যয়ে ঘটছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৫ দশমিক ২৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় এক কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডাচ-বংলা ব্যাংক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ২৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৪৬ শতাংশ, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৯১ শতাংশ, ইসলামিক ফিন্যান্সের ৬.৯৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৭৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৫.৯১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৬১ শতাংশ দর কমেছে।