FORGAIN INVESTদেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময় বিক্রয় চাপে নিম্নমুখী ছিল দেশের প্রধান পুঁজিবাজার। ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন বেশি। আলোচ্য সময়ে কেনার তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হার বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ বা ৯৪ কোটি ৭৩ লাখ টাকার।

তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকার পাশাপাশি তলানিতে থাকা বাজারে এ মাসেই অর্থাৎ মার্চেই বিদেশীরা ক্রয় চাপ বাড়াবেন বলে ধারনা করছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে চলতি বছর শেয়ারবাজারের লেনদেন উত্থানে শুরু হলেও প্রথম দুই মাসে বেশিরভাগ সময় পতনে ছিল। এই দুই মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৮ হাজার কোটি টাকা কমেছে। পতনের বাজারে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের আগ্রহের কমতি ছিল।

জানা যায়, ফেব্রুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা ৩৯২ কোটি ৮৮ লাখ ২ হাজার ৭২ টাকার শেয়ার ক্রয় করেছে। কিন্তু জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৬৬৭ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৭২১ টাকার শেয়ার ক্রয় করেছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের প্রবণতা কমেছে ৪১.১৯ শতাংশ।

তবে, ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ৪৮০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৫৩৫ টাকার শেয়ার বিক্রি করেছিল। কিন্তু ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ৪৮৭ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ১৮৫ টাকার শেয়ার বিক্রি করেছে। অর্থাৎ এসময় শেয়ার বিক্রি বেড়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৫৬০ টাকা।

ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৮৮০ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৫৫ টাকার শেয়ার ক্রয়-বিক্রয় করেছে। কিন্তু জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ১ হাজার ১৪৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার ২৫৬ টাকার ক্রয়-বিক্রয় করেছে।

ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারিতে ডিএসইতে ২৩ কার্যদিবস শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে, ফেব্রুয়ারিতে ২০ কার্যদিবসে শেয়ার লেনদেন হয়েছে। জানুয়ারিতে ডিএসইর সার্বিক মূল্যসূচক ৬১০২ পয়েন্টের উপর স্থিতি থাকলেও ফেব্রুয়ারিতে তা ৫৭০০ পয়েন্টের নিচে স্থিতি পেয়েছে।
জানুয়ারিতে ডিএসইতে ১০ হাজার ৭২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৩৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, ফেব্রুয়ারিতে ডিএসইতে সর্বমোট ৮ হাজার ১০১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় দৈনিক গড় লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা অনেক সতর্ক। তারা বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বিনিয়োগ করে। তাই ফেব্রুয়ারিতে তাদের ক্রয়ের তুলনায় বিক্রি সামান্য বেড়েছে।