nahee lago deshprotikhonদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ আরও সাড়ে ৩৮ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নিজ নামে প্রজেক্টের জন্য সাড়ে ৩৮ শতাংশ জমি কিনবে। এই জমি কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন আবদা, শ্রীপুর, গাজীপুরে অবস্থিত। জমি কিনতে কোম্পানির মোট ৫৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে। এর আগে একই জায়গায় আরও সাড়ে ২৮ শতাংশ জমি কিনেছে। ওই জমি কিনতে কোম্পানির মোট ৫৪ লাখ ৯৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানি সচিব জহুরুল ইসলাম বলেন, আইপিও’র মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তার টাকা দিয়ে এই জমি কেনা হচ্ছে।

উল্লেখ, নাহি অ্যালুমিনিয়াম ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির প্রথম বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস