golden-harvest-lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড ডোমিনোসের ফ্র্যাঞ্চাইজি খুলতে গোল্ডেন হারভেস্ট ও ভারতভিত্তিক জুবিল্যান্ট গ্রুপের দুই কোম্পানি চুক্তি করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার এ চুক্তি হয়েছে বলে গোল্ডেন হারভেস্টের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের সহযোগী কোম্পানি গোল্ডেন হারভেস্ট কিউএসআর এবং জুবিল্যান্ট গ্রুপের জুবিল্যান্ট ফুড-ওয়ার্কস বাংলাদেশে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যান্ড ডোমিনোস পিৎজা বিক্রির জন্য পৃথক কোম্পানি করবে। ওই কোম্পানিতে গোল্ডেন হারভেস্ট কিউএসআরের মালিকানা থাকবে ৪৯ শতাংশ। বাকি ৫১ শতাংশের মালিকানা থাকবে জুবিল্যান্ট ফুডের কাছে। প্রাথমিকভাবে যৌথ মালিকানাধীন কোম্পানিতে উভয় পক্ষ ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে।

সূত্র আরও জানায়, গতকাল যৌথ মালিকানাধীন কোম্পানি খুলতে ঢাকা থেকে চুক্তির কপি পাঠালে ভারতের উত্তর প্রদেশের নয়ডাতে জুবিল্যান্ট ফুড-ওয়ার্কসের চেয়ারম্যান শ্যাম এস. ভারতিয়া সই করেন। এর আগে ঢাকায় গোল্ডেন হারভেস্টের পক্ষে সই করে ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি।

গোল্ডেন হারভেস্ট কিউএসআর ফ্রোজেন ফুড প্রস্তুতকারক কোম্পানি গোল্ডেন হারভেস্ট গ্রুপভুক্ত কোম্পানি। এতে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ৩০ শতাংশ মালিকানা রয়েছে।

অন্যদিকে ভারতীয় ব্যবসায়িক গ্রুপভুক্ত কোম্পানি জুবিল্যান্ট ফুড। এ কোম্পানি ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় আন্তর্জাতিক চেইন পিৎজা রেস্টুরেন্ট ডোমিনোস পিৎজা এবং ডানকিন ডোনাটস ব্র্যান্ডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বত্ব পাওয়া একমাত্র কোম্পানি। ভারতে কোম্পানিটি সবচেয়ে বড় এবং দ্রুত বর্ধনশীল খাদ্যসেবা প্রদানকারী কোম্পানি হিসেবে স্বীকৃত। বর্তমানে সেখানকার ২৬৪ শহরে এক হাজার ১২৮ রেস্টুরেন্ট পরিচালনা করছে।

বাংলাদেশে ডোমিনোসের ফ্র্যাঞ্চাইজি খুলতে গত আড়াই বছরেরও বেশি অধিক সময় ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলেছে। সর্বশেষ গত বছরের আগস্টে জুবিল্যান্টের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোল্ডেন হারভেস্টের কার্যালয় ও কারখানা পরিদর্শন করে।

গতকাল চুক্তি সইয়ের পর এক বিবৃতিতে এ চুক্তিকে তার কোম্পানির অন্য দেশে ব্যবসা সম্প্রসারণের অনন্য একটি উদ্যোগ বলে মন্তব্য করেছেন জুবিল্যান্ট ফুড-ওয়ার্কসের চেয়ারম্যান শ্যাম এস. ভারতিয়া। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক পোতা বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের মোট জনসংখ্যায় যুব শ্রেণির সংখ্যাই বেশি। ফলে এখানে ডোমিনোসের বড় ব্যবসার সুযোগ আছে।

প্রতিক্রিয়ায় গোল্ডেন হারভেস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি জানান, আশা করি জুবিল্যান্টের অভিজ্ঞতার মাধ্যমে দেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন তারা। জানতে চাইলে কোম্পানির পরিচালক সামাদ চৌধুরী বলেন, আগামী তিন মাসের মধ্যে ঢাকায় ডোমিনোসের আউটলেট খোলা হবে।