bsecদেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হঠাৎ করেই বন্ধ পাওয়া যাচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট। বুধবার রাত ১১ টায় বিএসইসি’র ওয়েব এড্রেসে (http://www.secbd.org/) প্রবেশ করা চেষ্ঠা করা হলে-হোম পেইজে ‘‘sorry!’’ দেখাচ্ছে।

সূত্র জানায়, বিএসইসি’র ওয়েবসাইটে প্রবেশ করলে আইপি এড্রেস পরিবর্তত হয়েছে জানিয়ে নিম্নেলিখিত বার্তা দিচ্ছে।

‘‘The IP address has changed.

The IP address for this domain may have changed recently. Check your DNS settings to verify that the domain is set up correctly.

It may take 8-24 hours for DNS changes to propagate. It may be possible to restore access to this site by following these instructions for clearing your dns cache.’’

তবে, সত্যিকার অর্থে বিএসইসি’র ওয়েবাইটের কি হয়েছে তা জানা যায়নি। এছাড়াও অফিসের সময় না হওয়ায় বিএসইসি’র কর্তাব্যক্তিদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি’র ওয়েব সাইটে পুঁজিবাজার সর্ম্পৃক্ত বিভিন্ন তথ্যাদি পাওয়া যায়। এছাড়াও বিএসইসি’র কমিশন সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তও এই ওয়েবসাইট থেকে জানায় বিএসইসি।