dseদেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ১৯ ফেব্রুয়ারি ডিএসইর পরিচালনা পষদের বোর্ড সভা এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জুলাই ২০১৬- জুন ২০১৭ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১১.০৩ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।