Unique-Hotelদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট রাজধানীর উত্তরায় ‘হানসা’ নামের চার তারকা মানের একটি প্রিমিয়াম আবাসিক হোটেলের কাজ পুরোপুরি শেষ করেছে। আগামীকাল সোমবার বিকাল ৪টায় হোটেলটি উদ্বোধন করা হবে।

উদ্বোধন করবেন কোম্পানিটির ব্যাবস্থাপনা পরিচালক মো: নূর আলী। এ সময় উপস্থিত থাকবেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিদেশি বায়ার, রপ্তানিমূখী গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

জানতে চাইলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের কোম্পানি সচিব শরীফ হাসান জানান, প্রিমিয়াম আবাসিক হোটেলটি এ জোনে এটাই প্রথম। ২০১৬ সালে হাতে নেওয়া ১৩ তলার এ হোটেল নির্মাণে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে। এরমধ্যে জমি বাবদ খরচ প্রায় ৩৩ কোটি টাকা। হোটেলটিতে ৭৬টি ডিলাক্স স্যুট ও ১০টি প্রিমিয়াম স্যুট রয়েছে।

শরীফ হাসান বলেন, হোটেলটি মূলত দীর্ঘ সময় যারা অবস্থান করবেন, তাদের জন্য করা হয়েছে। সাধারণ আবাসিক হোটেলে অতিথিরা সচরাচর দু-চার দিন বা এক সপ্তাহ থাকেন। ব্যবসায়িকসহ নানা প্রয়োজনে অনেকের এক থেকে কয়েক মাস বা বছরজুড়ে থাকার প্রয়োজন পড়ে। তাদের জন্যই এ হোটেল।