dragon-lagoদেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ সঠিকভাবে ব্যবহার না করায় ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের চেয়ারম্যানসহ ছয় উদ্যোক্তা ও পরিচালককে ৩০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ সঠিকভাবে ব্যবহার না করে কোম্পানিটি সিকিউরিটিজ সংক্রান্ত আইন অমান্য করেছে।

এ জন্য কোম্পানিটির চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক মিসেস ফজলুতুন নেছা, মিসেস ফৌজিয়া কামরুন তানিয়া, মিসেস তাসনিয়া কামরুন আনিকা এবং মিসেস সাফিয়া সোবহান চৌধুরীকে ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।