delta brac housingজ্যেষ্ঠ্য প্রতিবেদক, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের মুনাফা নিয়মিতভাবে বাড়লেও লভ্যাংশ কমেছে। যে কারনে মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের পকেট ভারী হচ্ছে না। যাতে নিয়মিতভাবে কোম্পানির রিজার্ভ বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৬.৭৭ টাকা। এর বিপরীতে কোম্পানির পর্ষদ ৩৫ শতাংশ (৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে ২০১৭ সালে ইপিএস ১.০২ টাকা বা ১৫ শতাংশ বেড়ে ৭.৭৯ টাকা হলেও লভ্যাংশ কমেছে।

এ বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির ২০১৭ সালে ৭.৭৯ টাকা ইপিএসের বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৩ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩৮ শতাংশ। বাকি ৬২ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।

২০১৭ সালে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ারপ্রতি ৭.৭৯ টাকা হিসেবে নিট ৯৪ কোটি ৯২ লাখ টাকার মুনাফা হয়েছে। এরমধ্যে শেয়ারপ্রতি ৩ টাকা নগদ হিসাবে শেয়ারহোল্ডারদের ৩৬ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর বাকি ৫৮ কোটি ৩৬ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

১২১ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে ২৩১ কোটি ৭৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭ সালে মুনাফার ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায়, বাকি ৬২ শতাংশ বা ৫৮ কোটি ৩৬ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

এর আগে ২০১২-১৩ অর্থবছরে মুনাফার ৫৬ শতাংশ লভ্যাংশ প্রদানের মাধ্যমে বাকি ৩৪ শতাংশই রিজার্ভে রাখা হয়েছিল। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ৫১ শতাংশ,২০১৪-১৫ অর্থবছরে ৪৯ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে মুনাফার ৪৮ শতাংশ রিজার্ভে রাখা হয়।