medi-1দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে ফার্মা ও রসায়ন খাতে ২৮টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানিতে সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের বেশী থাকলেও ৫টিতে সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ নেই। এর মধ্যে ফার্মা গ্রুপে রয়েছে ৩টি এবং রসায়ন  গ্রুপে রয়েছে ২টি কোম্পানি। ফার্মা  গ্রুপের কোম্পানিগুলো হলো: বেক্সিমকো ফার্মা, ফার্মা এইড ও সেন্ট্রাল ফার্মা। আর রসায়ন বা কেমিক্যাল গ্রুপে কোম্পানি ২টি হলো-একটিভ ফাইন ও সালভো ক্যামিকেল।

ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) জানা যায়, ফার্মা গ্রুপে সবচেয়ে কম শেয়ার রয়েছে বেক্সিমকো ফার্মার। বর্তমানে কোম্পানিটির সম্মিলিত শেয়ারের পরিমাণ ১৩.১৮ শতাংশ। সম্মিলিত শেয়ারের কোটা পূরণের জন্য কোম্পানিটিকে ১৬.৮২ শতাংশ শেয়ার সংগ্রহ করতে হবে।

ফার্মা গ্রুপে ৩০ শতাংশের নিচে থাকা দ্বিতীয় কোম্পানি হলো ফার্মা এইড লিমিটেড। কোম্পানিটির সম্মিলিত শেয়ারের পরিমাণ ২৪.২২ শতাংশ। সম্মিলিত শেয়ারের কোটা পূরণের জন্য কোম্পানিটিকে ৫.৮০ শতাংশ শেয়ার সংগ্রহ করতে হবে। একই গ্রæপের ৩০ শতাংশের নিচে থাকা তৃতীয় কোম্পানি সেন্ট্রাল ফার্মার সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.৮৯ শতাংশ। সম্মিলিত শেয়ারের কোটা পূরণের জন্য কোম্পানিটিকে ৪.১১ শতাংশ শেয়ার সংগ্রহ করতে হবে।

অপরদিকে, রসায়ন বা কেমিক্যাল গ্রুপে সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের নিচে থাকা কোম্পানি ২টির মধ্যে সম্মিলিত শেয়ার সবচেয়ে কম রয়েছে একটিভ ফাইনের। কোম্পানিটির সম্মিলিত শেয়ারের পরিমাণ ১২.০৪ শতাংশ। সম্মিলিত শেয়ারের কোটা পূরণের জন্য কোম্পানিটিকে ১৭.৯৬ শতাংশ শেয়ার সংগ্রহ করতে হবে।

সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের নিচে থাকা রসায়ন গ্রুপের অন্য কোম্পানি সালভো কেমিক্যালের বর্তমান শেয়ার ২২.১৪ শতাংশ। সম্মিলিত শেয়ারের কোটা পূরণের জন্য কোম্পানিটিকে ৭.৮৬ শতাংশ শেয়ার সংগ্রহ করতে হবে।