BPO-Summit-PR-1দেশ প্রতিক্ষণ, ঢাকা: তৃতীয় বার্ষিক বাংলাদেশ বি.পি.ও. (বিজনেস প্রসেস আউটসোর্সিং) শীর্ষক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথভাবে এটি আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অফ কলসেন্টার ও আউটসোর্সিং (বাককো)।

আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ এ অনুষ্ঠানের ‘এআইএর অগ্রযাত্রা ও বি.পি.ও. (বিজনেস প্রসেস আউটসোর্সিং) উপর এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্যানেলিস্ট এর ভূমিকা পালন করেন এবং আমরা কোম্পানিজ এর হয়ে পার্টনার ক্রেস্ট গ্রহণ করেন।

‌ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৫ও১৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে তথ্যপ্রযুক্তি (আইটি) অংশীদার ছিলো ‘আমরা’। প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনটি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও তরুণেরা। পাশাপাশি উল্লেখেযোগ্য সংখ্যক প্রতিষ্ঠিত বিদেশী বিনিয়োগকারী এবং ব্যবসায়ীও এতে অংশ নেন।