bd financeদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ সালের ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৭ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। আর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৬.৪১ টাকায়।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ৭ জুন বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ১৭ মে রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।