modern-steel deshprotikhonদেশ প্রতিক্ষণ, ঢাকা: উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করতে পুঁজিবাজারে আসছে মডার্ন স্টিল মিলস লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করতে চায় কোম্পানিটি। এর জন্য আগামীকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কোম্পানির রোড শো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উত্তোলিত অর্থের মধ্যে ১৯৪ কোটি টাকা ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে। আইপিও বাবদ বাকি ৬ কোটি টাকা ব্যয় করা হবে।

কোম্পানির এই রোড শোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।আর রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।