bsec chairmanদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশন অনেক কাঠামোগত সংস্কারমূলক কাজ করেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন৷ এতে দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজারের ভিত্তি শক্তিশালী হয়েছে। আর যে সমস্ত কাজগুলো এখনো বাস্তবায়ন হয়নি সেগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করে শেয়ারবাজারের ভিত্তিকে আরো মজবুত করাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি৷

বুধবার (২৫ এপ্রিল) মেয়াদ বৃদ্ধিতে বা ২য় দফায় পূণ:নিয়োগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ অভিনন্দন জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এদিন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান৷

খায়রুল হোসেন বলেন, আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে শেয়ারবাজারের উন্নয়নে কাজ করব। এছাড়া আরো নতুন ধারনা এনে এই বিকাশমান বাজারকে দেশের উদিয়মান অর্থনীতিতে আরো বেশী অবদান রাখার চেষ্টা করব।

অভিনন্দনের সময় ডিএসই’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে ড. এম খায়রুল হোসেন প্রজ্ঞা, সাহসীকতা ও যুগোপোযোগী সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরেছেন৷ সামনের দিনগুলোতেও তার বলিষ্ঠ নেতৃত্ব, চিন্তাধারা এবং কর্মস্পৃহা শেয়ারবাজারের সামনে চলার পথকে আরো সুদৃঢ় করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ আমজাদ হোসেন, ড. স্বপন কুমার বালা, এবং খন্দকার কামালুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা৷

উল্লেখ্য ড. এম. খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন৷ ২০১৪ সালের মে মাসে চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান৷ এবার আরও ২ বছরের জন্য ২য় দফায় পূণ:নিয়োগ দেওয়া হয়েছে।