potibadon lagoজ্যৈষ্ঠ প্রতিনিধি, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী ৩ কোম্পানি ইপিএসে রেকর্ড করেছে। তবে এ তিন কোম্পানির ইপিএস তদন্তের দাবী জানিয়েছেন বিনিয়োগকারীরা। এ তিন কোম্পানির ইপিএস নিয়ে কারসাজির অভিযোগ তুলছেন বিনিয়োগকারীরা। কারন সম্প্রতি এ তিন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে স্টাইল ক্রাফটের অস্বাভাবিক দরবৃদ্ধি বিএসইসি তদন্ত শুরু করে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিগুলো সর্বোচ্চ মুনাফা করে এই রেকর্ড গড়েছে। কোম্পানিগুলো হলো: ইস্টার্ন লুব্রিকেন্ট, স্টাইলক্রাপ্ট ও ফার্মা এইড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, পুঁজিবাজারে তালিকাভ‚ক্ত কোম্পানির পরিশোধিত মূলধন তিন কোটি টাকার নিচে বা তিন কোটি টাকার কাছাকাছি রয়েছে এমন স্বল্প মূলধনী কোম্পানির সংখ্যা ১২টি। এই ১২টি কোম্পানির মধ্যে ৭টি কোম্পানি মুনাফায় থাকলেও ৪টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্য ১টি কোম্পানি (সোনালী আঁশ) এখনো তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই’১৭-মার্চ’১৮) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মধ্যে মুনাফার শীর্ষে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট। কোম্পানিটি আলোচ্য ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৮.৪৩ টাকা। এটি এযাবতকালের মধ্যে সর্বোচ্চ মুনাফা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্টাইলক্রাপ্ট। আলোচ্য ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৪.৫৫ টাকা। এটি কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা। তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মা এইড। আলোচ্য ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২.৩৪ টাকা। এটি কোম্পানিটির এযাবতকালের মধ্যে রেকর্ড মুনাফা।

মুনাফায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু স্ট্যাফলার্সের শেয়ারপ্রতি মুনাফা ২.৯৫ টাকা, এমবি ফার্মার শেয়ারপ্রতি মুনাফা ২.৫২ টাকা, রেনউইক যজেনশ্বরের শেয়ারপ্রতি মুনাফা ২.০৮ টাকা এবং মডার্ন ডাইংয়ের শেয়ারপ্রতি মুনাফা ০.৯৮ টাকা।

অন্যদিকে, লোকসানে থাকা কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারপ্রতি লোকসান ১২.৬৫ টাকা, জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান ১২.৪৩ টাকা, নর্দার্ন জুটের শেয়ারপ্রতি লোকসান ১০.৩৮ টাকা এবং সাভার রিফেক্টরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮৬ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্বল্প মুলধনী কোম্পানিগুলোর মধ্যে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিবেচনায় প্রায় সবগুলো কোম্পানির শেয়ারই নন-মার্জিনেবল বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কেবল ২টি কোম্পানির শেয়ার মার্জিনেবল দেখা যায়। কোম্পানি ২টি হলো: ফার্মা এইড ও ইস্টার্ন লুব্রিকেন্ট।

সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিগুলোর পিই রেশিও হলো-ফার্মা এইডের ৩১.০৩, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩৩.৪১, স্টাইলক্রাপ্টের ৭৪.৬৯, এমবি ফার্মার ১২৫.৫১, রেইউইক যজেনশ্বরের ২১৮.৮৩, মুন্নু স্টাফলার্সের ২৩৬.০৪ এবং মডার্ন ডাইংয়ের ২৩৬.০৪। অপরদিকে, লোকসানি কোম্পানি হওয়ায় লিবরা ইনফিউশন, জুট স্পিনার্স, নর্দার্ন জুট ও সাভার রিফেক্টরিজের পিই রেশিও নেগেটিভ বা অতীব ঝুঁকিপূর্ণ।