press-ESS-changes-08-may-18দেশ প্রতিক্ষণ, ঢাকা: ইলেক্ট্রিক সাবক্রিপশন সিস্টেমস (ইএসএস) প্রায়োগিক ধারণা দিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আজ সোমবার সিএসইর ঢাকা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সিএসইর ট্রেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় আইপিও আবেদন গ্রহণের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

সিএসইর ঢাকা অফিসের ইনচার্জ গোলাম ফারুকের সভাপতিত্বে কর্মশালায় ডিএসইর ডিজিএম মো. ইমাম হুসাইন, লিস্টিং বিভাগের ব্যবস্থাপক মো. জলিলুর রহমান, সিএসইর ডিজিএম হাসনাইন বারী, ব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।

পাবলিক ইস্যু রুলস ২০১৫ পাশের পর স্থির মূল্য পদ্ধতিতে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ডিএসই এবং সিএসইর যৌথ নতুন ইলেক্ট্রোনিক সাবক্রিপশন সিস্টেমসের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হয়।