block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, খুলনা পাওয়ার, আলিফ ইন্ডাষ্ট্রিজ, এক্সিম ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল এবং রেনেটা লিমিটেড। এর মধ্যে গ্রামীনফোন, খুলনা পাওয়ার, আলিফ ইন্ডাষ্ট্রিজ ও এক্সিম ব্যাংকের বেশি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্লক মার্কেটে আজ ৬ কোম্পানির মোট ৭৫ লাখ ৮০ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৯ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে শীর্ষে থাকা গ্রামীণফোনের ৫ লাখ ৫০ হাজার ২ বার হাতবদল হয়। যার বাজার দর ২৪ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের ৪২ লাখ ৬৬ হাজার ৭৮টি শেয়ার ১ বার হাতবদল হয়। যার বাজার দর ২৩ কোটি ৭৬ লাখ ২১ হাজার টাকা।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৩৪ লাখ টাকা, এক্সিম ব্যাংক ২ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৫৫ লাখ ৮৫ হাজার টাকা এবং রেনেটার ১৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।