budget 2018-19দেশ প্রতিক্ষণ, ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী বলেন, অনেকে বলেন থাকেন আমাদের কর্পোরেট কর হার খুব বেশি। যা ঠিক নয়। দেশের তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান ২৫ শতাংশ কর হার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় কম। তবে ব্যাংকিং খাতের কর হার কিছুটা বেশি হওয়ায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ২.৫০ শতাংশ কমানোর প্রস্তাব করছি। তবে অন্যান্য কর হার অপরিবর্তিত থাকবে।

বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৪০ শতাংশ। যা আগামি অর্থবছরে ২.৫ শতাংশ কমিয়ে ৩৭.৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৪২.৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন।budget bank-bima deshprotikhon