dse-up-dowenদেশ প্রতিক্ষণ, ঢাকা: হঠাৎ করে পুঁজিবাজারে জেড ক্যাটাগরি শেয়ারে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। ঈদ পরবর্তী গত সপ্তাহের লেনদেনে দর কমার ক্ষেত্রে লোকসানি কোম্পানির আধিপাত্য লক্ষ্য করা গেছে। ওই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারে উঠে এসেছে ৭০ শতাংশ লোকসানি কোম্পানি। একইসঙ্গে ওই তালিকায় রয়েছে ‘জেড’ ক্যাটাগরির ৮০ শতাংশ কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, জিল বাংলা সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার, সোনারগাঁও টেক্সটাইল, সাভার রিফ্রেক্টরিজ, জনতা ইন্স্যুরেন্স ও বিচ হ্যাচারি। এরমধ্যে জনতা ইন্স্যুরেন্স ছাড়া সব কয়টি লোকসানে রয়েছে।

তবে জনতা ইন্স্যুরেন্সসহ সব কয়টি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত সপ্তাহে ১৭.১৫ শতাংশ দর কমে টপ টেন লুজারের শীর্ষে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। এছাড়া ১৬.১৩ শতাংশ কমে ২য় স্থানে জিল বাংলা সুগার মিলস, ১২.৯৭ শতাংশ কমে ৩য় স্থানে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ১১.৮৬ শতাংশ কমে ৪র্থ স্থানে সমতা লেদার,

১০.২৭ শতাংশ কমে ৫ম স্থানে সোনারগাঁও টেক্সটাইল, ৯.৬৭ শতাংশ কমে ৬ষ্ঠ স্থানে সাভার রিফ্রেক্টরিজ, ৮.৬৭ শতাংশ কমে ৮ম স্থানে জনতা ইন্স্যুরেন্স ও ৭.২৫ শতাংশ কমে ১০ম স্থানে রয়েছে বিচ হ্যাচারি।