dseদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে ২০১৭-১৮ অর্থ বছরে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাত। আলোচিত সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ২৪ দশমিক ৫৪ শতাংশ ছিল ব্যাংকের দখলে। এক বছরের লেনদেন পর্যালোচনায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এদিকে, গত অর্থবছর শেষে ডিএসইতে মোট লেনদেনের দ্বিতীয় স্থান দখল করে আছে প্রকৌশল খাত। এখাতটি আগের অর্থবছর লেনদেনের শীর্ষে ছিল।

পর্যালোচনায় দেখা গেছে, গত জুন পর্যন্ত এক বছরে ব্যাংকিং খাতের এক হাজার ৫৬২ কোটি ২১ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের মূল্য ছিল ৩৯ হাজার ৪০ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকিং খাতের এক হাজার ২১১ কোটি শেয়ার লেনদেন হয়েছিল। এসব শেয়ারের মূল্য ছিল ২৪ হাজার ৭৪৬ কোটি ৫২ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪ হাজার ২৯৩ কোটি টাকা।

এদিকে, গত জুন শেষে অর্থাৎ এক বছরে প্রকৌশল খাতের ৩৩৩ কোটি ৯০ লাখ ৪৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের মূল্য ছিল ২০ হাজার ১৬০ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। আগের বছর একই সময়ে প্রকৌশল খাতের ৫৩২ কোটি ১০ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের মূল্য ছিল ৩৯ হাজার ৪০ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার ২৬৫ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে তারা জানান, ডিসেম্বরে ব্যাংকগুলোর হিসাব বছর শেষ হয়। তার দুই এক মাস আগে থেকে ব্যাংকগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। আর এতে ব্যাংকের শেয়ারের দর বেড়েছে, যার প্রভাব পড়েছে পুরো খাতের লেনদেনে। পরবর্তীতে ব্যাংকগুলো বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ না দেওয়া, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়াসহ কযেকটি কারণে এসব শেয়ারের উপর আগ্রহ হারায়। তবে বর্তমান সময়ে ব্যাংকগুলো আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ভবিষ্যতে এ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যমতে, গত জুন শেষে এক বছরের মোট লেনদেনে বস্ত্রখাতের অংশগ্রহণ ১১ দশমিক ৪৫ শতাংশ, এরপরেই রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত, মোট লেনদেনে এ খাতের দখলে ১০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া মোট লেনদেনের ৭ দশমিক ৯৪ শতাংশ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের, ৭ দশমিক ৩৫ শতাংশ জ্বালানি খাতের, ৪ দশমিক ২৩ শতাংশ খাদ্য, ৪ দশমিক ১২ শতাংশ বিবিধ, ২ দশমিক ৬৬ শতাংশ টেলিকমিউনিকেশনস, ২ দশমিক ৪০ শতাংশ আইটি, ২ দশমিক ৩২ শতাংশ বিমা, ২ দশমিক ১০ শতাংশ সিমেন্ট, ১ দশমিক ৭৯ শতাংশ সিরামিক, ১ দশমিক ৭৬ শতাংশ চামড়া খাতের কোম্পানির লেনদেন।