base_1496569333-GLOBALINSদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডাররা অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলেন, ভবিষ্যতে যাতে আরও বেশি লভ্যাংশ দেয়া হয়। আর তা বোনাস নয় নগদ। গতকাল সকালে রাজধানীর ফারস হোটেলে কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ার হোল্ডাররা এ অসন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ারহোল্ডারা তাদের বক্তব্যে বলেন, আমরা দুই ধরনের গেইনের একটিও গ্লোবাল ইন্স্যুরেন্স থেকে পাচ্ছি না। এর মধ্যে ক্যাপিটেল গেইন করতে পারছি না শেয়ার দর কম থাকায় অন্যদিকে লভ্যাংশেও ভালো গেইন করতে পারছি না বোনাস লভ্যাংশ এবং তা আবার অনেকটা কম দেয়ার কারণে।

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডার জামিল তার বক্তব্যে বলেন, এই কোম্পানির অনেকগুলো শেয়ার ২৫ টাকা দরে কেনা অথচ লভ্যাংশ সমন্বয়ের পরেও বড় ধরনের লোকসানে আছি। অন্যদিকে, শেয়ার দর ফেস ভ্যালুর কাছাকাছি নেমে এসেছে, এ কারণে ক্যাপিটেল গেইনও সম্ভব নয়। অপর এক বিনিয়োগকারী বলেন, কোম্পানির পরিশোধিত মূলধন দিন দিন বাড়ছে কিন্তু সে হারে প্রিমিয়াম আয় বাড়েনি। তাই তিনি ব্যবসা বাড়ানোর আহবান জানান।

কোম্পানির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম বলেন, কোম্পানির মূল মালিক শেয়াহোল্ডাররা। আমরা শেয়ারহোল্ডারদের দাবী মূল্যায়নের চেষ্টা করবো। আগামী ৫ বছরে আরও ৫০ শতাংশ ব্যবসা বাড়ানোর চেষ্টা করছি। এ লক্ষ্যে আমরা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছি। তিনিও শেয়ার হোল্ডারদের প্রত্যাশা পূরনের চেষ্টা করবেন।

মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন প্রতিক‚লতার মধ্যেও গত বছর মোটামুটি সন্তোষজনক ব্যবসায়িক সাফল্য অর্জন করেছি। আমরা ব্যবসার উন্নতির লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা’র (আইডিআরএ) নিকট নতুন ১২ টি শাখা খোলার আবেদন করেছি। শেয়ারহোল্ডাররা যাতে আগামীতে বেশি লাভবান হতে পারে সে প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি।

জানা গেছে, কোম্পানিটির ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যা আজকের বার্ষিক সাধারণ সভায় অসন্তোষ প্রকাশের পর শেয়ার হোল্ডাররা তা অনুমোদন করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।