apex tanary lago desh protikhonদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ সিদ্ধান্তের পরই বাজারে নানা গুজিবে ছড়িয়ে পড়ছে। সবার একটাই কথা কেমন হতে পারে এপেক্স ট্যানারির লভ্যাংশ।

তবে এপেক্স ট্যানারির লভ্যাংশে এবার চমক আসছে বলে নানা সুত্রে জানা গেছে। এবার নগদ লভ্যাশের পাশাপিাশি নাকি স্টক ডিভিডেন্ড আসছে এমন গুজব পুঁজিবাজারে ছড়িয়ে পড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।