block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের। প্রতিষ্ঠানটির ৬ লাখ ৭৭ হাজার ৪৮০ শেয়ার ৪ কোটি ৮৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে পরের অবস্থানেই রয়েছে গ্লাক্সোস্মিথ ক্লাইন। কোম্পানির ৩০ হাজার শেয়ার ৩ কোটি ৬৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন। কোম্পানির ৫৯ হাজার ৩১৫ শেয়ার ২ কোটি ২৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। চতুর্থ স্থানে থাকা স্কয়ার ফার্মার ৬৮ হাজার ৬২০ শেয়ার ১ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হলো-একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৫০ হাজার শেয়ার ৪৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ইস্টার্ন ব্যাংকের ৫০ হাজার শেয়ার ১৮ লাখ টাকায়, নদার্ণ জুটের ১৭ হাজার ৬৯৩ শেয়ার ৫৬ লাখ ৬০ হাজার টাকায়,

প্যাসিফিক ডেনিমের ১ লাখ শেয়ার ২১ লাখ টাকায়, প্রাইম ব্যাংকের ১ লাখ শেয়ার ১৭ লাখ ৮০ হাজার টাকায়, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ২০ হাজার শেয়ার ১২ লাখ ৩০ হাজার টাকায়, আরডি ফুডের ৩ লাখ শেয়ার ৬৩ লাখ টাকায়, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪ লাখ ৫০ হাজার শেয়ার ১ কোটি ৮ লাখ টাকায় লেনদেন হয়েছে।