block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: গ্ল্যাক্সোস্মিথক্ল্যাইন, গ্রামীণফোন, হামিদ ফ্রেবিক্সস, ইফাদ অটোস, লিনডে বিডি, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সিমটেক্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মাসিটিক্যাল এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানি লিমিটেড।

এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা, ন্যাশনাল লাইফ ও ইউনাইটেড পাওয়ারের বড় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ১২ কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানির ১৫ লাখ ৯২ হাজার ৮৮০ শেয়ার ৪৪ কোটি ৪৪ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির ৫ লাখ ৭৬ হাজার শেয়ার ৯ কোটি ২১ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি। কোম্পানির ১ লাখ শেয়ার ৩ কোটি ৬৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে গ্লাক্সোস্মিথ ক্লাইনের ১০ হাজার শেয়ার ১ কোটি ২৫ লাখ টাকা, গ্রামীণ ফোনের ৭ হাজার শেয়ার ২৭ লাখ টাকা, হামিদ ফেব্রিক্স লিমিটেডের ১ লাখ শেয়ার ৩১ লাখ টাকা, ইফাদ অটোসের ১২ হাজার শেয়ার ১৪ লাখ টাকা, লিন্ডে বিডি ১০ হাজার শেয়ার ১ কোটি ২১ লাখ টাকা,

নাহি অ্যালুমিনিয়ামের ১০ হাজার ৫০০ শেয়ার ৬ লাখ টাকা, ন্যাশনাল হাউজিংয়ের ১ লাখ ৪৯ হাজার শেয়ার ১ কোটি ১৩ লাখ টাকা, সিমটেক্সের ২০ হাজার শেয়ার ১০ লাখ টাকা, এস কে ট্রিমসের ২০ হাজার শেয়ার ৬ লাখ টাকায় লেনদেন হয়েছে।