DSE-Director-chinaদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হলেন শি ওয়েনহাই। আজ বুধবার এই পরিচালককে ডিএসই ওয়েবসাইটে যুক্ত করা হলো। তিনি কৌশলগত বিনিয়োগকারী সাংহাই এবং সেনজেন স্টক এক্সচেঞ্জের পক্ষে ডিএসই পরিচালনা পর্ষদের যুক্ত হলেন।

ডিএসইর ৯০৭তম সভায় কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ২৫ শতাংশ শেয়ার হস্তান্তর অনুমোদনের পাশাপাশি শি ওয়েনহাইকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

শি ওয়েনহাই সেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি ব্যবস্থাপনা কমিটির উপ মহাপরিচালক। তিনি ১৯৯০ সালে সেনজেন স্টক এক্সচেঞ্জে যোগদান করেন। কর্মজীবনে সাউথইস্ট সেন্টার, আইটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং সিস্টেম অপারেশন ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন ডিএসইর নতুন এই পরিচালক। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত শি ওয়েনহাই সেনজেন সিকিউরিটিজ কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ছিলেন।

স্টক এক্সচেঞ্জে কর্মজীবন শুরুর আগে তিনি সেনজেন সিকিউরিটিজ ডিপোজেটরি কোম্পানিতে ক্লিয়ারিং, অপারেশন এবং প্রকৌশল বিভাগে ৬ বছর কাজ করেছেন।