Dragon-Sweaterদেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংকে স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ আগস্ট ৫ কোম্পানির শেয়ার অনির্দিষ্টকালের জন্য স্পট মার্কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি। এরমধ্যে ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংও ছিল। অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস ও স্টাইলক্রাফট।

বিএসইসির পর্যবেক্ষনে ড্রাগণ সোয়েটারের করপোরেট ডিসক্লোজার ও অন্যান্য বিষয়ে সন্তোষজনক পরিবর্তন এসেছে। এর আলোকে বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে কোম্পানিটিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।