Active-fineদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ – ১৩ সেপ্টেম্বর) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে একটিভ ফাইনের ৩৬৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওই সময় কোম্পানির ৮ কোটি ১৩ লাখ শেয়ার এই দরে লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.১৫ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা পাওয়ারের ৩১৪ কোটি ৯৭ লাখ টাকা, বিবিএস কেবলসের ১৯২ কোটি ৩১ লাখ টাকা, ইফাদ অটোসের ১৫৮ কোটি ১০ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ১১৮ কোটি ৯৫ লাখ টাকা, শাশা ডেনিমসের ১১২ কোটি ৬২ লাখ টাকা,

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের ৯৯ কোটি ৩ লাখ টাকা, সামিট পাওয়ারের ৯৫ কোটি ৯৫ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ৮৮ কোটি ৬৮ লাখ টাকা ও ন্যাশনাল হাউজিংয়ের ৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।