meghna cementদেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্টের পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণার মাধ্যমে মুনাফার শতভাগ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের তুলনায় কম লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির মুনাফা বৃদ্ধি সত্তে¡ও পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬২ টাকা। এর বিপরীতে পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগের বছরের ২.৯১ টাকা ইপিএসের বিপরীতে ছিল ২০ শতাংশ নগদ লভ্যাংশ। এ হিসাবে ইপিএস ২৪ শতাংশ বাড়লেও লভ্যাংশ অর্ধেকে নেমে এসেছে।

এদিকে কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের শেষ প্রান্তিকের ব্যবসায় ব্যাপক উত্থান হয়েছে। এ সময় আগের ৩ প্রান্তিকের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। কোম্পানিটির প্রথম ৩টি প্রান্তিকে একত্রে ১.২৭ টাকা ইপিএস হলেও শেষ প্রান্তিকেই হয়েছে ২.৩৫ টাকা।
কোম্পানিটির পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে ৩.৬২ টাকা ইপিএসের বিপরীতে ১০ শতাংশ বোনাস হারে প্রতিটি শেয়ারে ১ টাকার শেয়ার ঘোষণা করেছে। যা মুনাফার ২৮ শতাংশ। বাকি ৬২ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।

কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৬২ টাকা হিসেবে মোট ৮ কোটি ১৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে শেয়ারপ্রতি ১০ শতাংশ বোনাস শেয়ার বা ১ টাকা হিসাবে ২ কোটি ২৫ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হবে। আর বাকি ৫ কোটি ৯০ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। ২২ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের মেঘনা সিমেন্টে ৬০ কোটি ১০ লাখ টাকার রিজার্ভ রয়েছে।